আপনার জিজ্ঞাসা
কেয়ামতের দিন নারীদের জন্য সুপারিশ কে করবেন?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
বিশেষ আপনার জিজ্ঞাসার ৪৮৬তম পর্বে কেয়ামতের দিন নারীদের শাফায়াত (সুপারিশ) কে করবেন সে সম্পর্কে ঢাকা ক্যান্টনম্যন্ট থেকে টেলিফোনে জানতে চেয়েছেন সৈয়দ রেজওয়ানুল আলম। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : কেয়ামতের দিন নারীদের শাফায়াত (সুপারিশ) কে করবেন? নবীজি (সা.) নাকি ফাতিমা (রা.)?
উত্তর : কেয়ামতের সময় রাসুল (সা.) নারী-পুরুষ, সকল উম্মতের জন্য শাফায়াত করবেন। সেখানে শাফায়াতের জন্য কাউকে অনুমতি দেওয়া হলেই তিনি শাফায়াত করতে পারবেন। সেক্ষেত্রে মহিলাদের জন্য ফাতিমা (রা.) শাফায়াত করবেন মর্মে কোনো রেওয়ায়েত, কোনো বর্ণনা অথবা কোনো ধরনের বক্তব্য, কোথাও এসেছে বলে আমার জানা নেই।