আপনার জিজ্ঞাসা
ঘরে বসে নারীরা ঈদের নামাজ পড়তে পারবে কি?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৪১২১তম পর্বে ই-মেইলের মাধ্যমে কানিজ জানতে চেয়েছেন, ঘরে বসে নারীরা ঈদের নামাজ পড়তে পারবে কি? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : ঘরে বসে নারীরা ঈদের নামাজ পড়তে পারবে কি?
উত্তর : ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হলো, যারা ঈদের সালাতের ম্যানেজমেন্টের দায়িত্বে থাকেন তাদের উচিৎ মহিলাদের ঈদের নামাজের ব্যবস্থা করা। আমাদের সমাজে নারীদের সালাতের ব্যবস্থা করা হয় না বলে মহিলা অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত থেকে বঞ্চিত হচ্ছে। শুধু তাই নয়, ঈদের যে আনন্দ তা থেকেও বঞ্চিত হচ্ছে। ঈদ মানে শুধু খাওয়া নয়, ঈদে নারীদের জামাতের ব্যবস্থা করাটা জরুরি। এটা আমাদের দায়িত্ব। এবার আপনার প্রশ্নের উত্তরে বলব, ঈদের দিন নারীরা জামাতে না যেতে পারলে ঘরে একাকী পড়তে পারবেন কি না। এনিয়ে অনেক আলেমদের দ্বিমত রয়েছে। তবে, বিশুদ্ধ কথা হলো একাকী ঈদের সালাত পড়ার দরকার নেই। এটার অনুমতি নেই।