দাইয়ুস ব্যক্তি কি চিরস্থায়ী জাহান্নামি?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৬০তম পর্বে কুইন কানিজ জানতে চেয়েছেন, দাইয়ুস ব্যক্তি কি চিরস্থায়ী জাহান্নামি? অনুলিখন করেছেন সাইফ আহমেদ।
প্রশ্ন : দাইয়ুস ব্যক্তি কি চিরস্থায়ী জাহান্নামি?
উত্তর : ধন্যবাদ আপনাকে। আপনি দাইয়ুস ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামি কিনা সেটা আপনি জানতে চেয়েছেন। নাহ, কোথাও এটা প্রমাণিত হয়নি। ওই ব্যক্তি প্রাথমিকভাবে জান্নাতে প্রবেশ করবেন না। তবে, চিরস্থায়ী জাহান্নামি কিনা সে ব্যাপারে কোনো বক্তব্য আসেনি। রাসুল (সা.) বলেছেন, তিনদল লোক জান্নাতে প্রবেশ করবেন না। এদের মধ্যে দাইয়ুস ব্যক্তি আছে। এ ছাড়া তার পরিবারের কেউ যদি অশ্লীলতাকে সাপোর্ট করে তারা জান্নাতে প্রবেশ করবে না। তারমানে সে শুরুতে জান্নাতে প্রবেশ করবে না। তবে সেটা চিরস্থায়ী কিনা সেটা দলিল দ্বারা প্রমাণিত নয়।