ফিতরা কি টাকা দিয়ে দেওয়া সঠিক?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার রমজানের বিশেষ আয়োজনের ২৯তম পর্বে মাসুম কুমিল্লা থেকে জানতে চেয়েছেন, ফিতরা কি টাকা দিয়ে দেওয়া সঠিক? অনুলিখন করেছেন রেখা আক্তার।
ফিতরা কি টাকা দিয়ে দেওয়া সঠিক? সাধারণত আমরা জানি, খাবার দিয়ে দিতে হয়। কিন্তু একজন আলেম থেকে শুনেছি টাকা দিয়েও দেওয়া যায়। কোনটা বেশি সঠিক?
উত্তর : ধন্যবাদ প্রশ্নটির জন্য। ফিতরার সুন্নাহ হচ্ছে খাদ্য-দ্রব্য দিয়ে ফিতরা আদায় করা। এটা নিয়ে অনেক আলেমদের মধ্যে দ্বিমত আছে। তবে, এটাই স্পষ্ট বক্তব্য হলো খাদ্য-দ্রব্য দিয়ে ফিতরাতুল সদকা দেওয়াটা সুন্নাহ। এখানে বুঝতে হবে, কোনটা সুন্নাহ আর কোনটা জায়েজ। টাকা দিয়ে দেওয়াটা জায়েজ। তবে খাদ্য দিয়ে দেওয়াটা সুন্নাহ। এখন আপনি কোনটা গ্রহণ করবেন? অবশ্যই সুন্নাহটা গ্রহণ করবেন। এটা নিয়ে সন্দেহ নেই।