আপনার জিজ্ঞাসা
কোন আমল করলে হজের সওয়াব পাওয়া যায়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৮২তম পর্বে একজন জানতে চেয়েছেন, কোন আমল করলে হজের সওয়াব পাওয়া যায়? অনুলিখন করেছেন রেখা আক্তার।
কোন আমল করলে হজের সওয়াব পাওয়া যায়?
উত্তর : ধন্যবাদ প্রশ্নটির জন্য। এটি অনেক বড় বিষয়ের সঙ্গে যুক্ত। এই অনেক খুতবা আছে পূর্বের পর্বগুলোতে। এখন একটি তবুও বলছি। সেটি হলো, যদি আপনি ফজরের সালাতের পর যে মসজিদে আছেন সেই মসজিদে বসেই সূর্য ওঠার পর এশরাকের দুই রাকাত সালাত আদায় করেন তাহলে আপনি হজ ও ওমরাহর পরিপূর্ণ সওয়াব পাবেন। এটি রাসুল (সা.) হাদিস দ্বারা প্রমাণিত। তবে, এই প্রশ্নটি নিয়ে আমার লম্বা খুতবা আছে। দেখে নেওয়ার চেষ্টা করবেন।