আপনার জিজ্ঞাসা
জীবনে একবার হজ করলে কি সব গুনাহ মাফ হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২২৪২তম পর্বে জীবনে একবার হজ করলে কি সব গুনাহ মাফ হবে কি না সে বিষয়ে ঢাকা থেকে চিঠির মাধ্যমে জানতে চেয়েছেন মোজাফফর হোসেন। অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : অনেকে সারা জীবন নামাজ পড়েন না। শেষ জীবনে একবার হজ পালন করেন। তাঁদের পেছনের সমস্ত জীবনের নামাজ কি মাফ হয়ে যাবে?
উত্তর : তাঁর এই হজ, সিয়াম, ইবাদত, এমনকি এক টাকা সদকা পর্যন্ত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, যদি তিনি সালাত আদায় না করে থাকেন। ইচ্ছেকৃতভাবে সালাত পরিহারকারী ব্যক্তি ইসলামের শরীয়াহ অনুযায়ী ঈমানের গণ্ডি থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবে। যেমন করে জগ থেকে পানি গড়িয়ে পড়ে তেমন করে ঈমানের গণ্ডি থেকে বেরিয়ে যাবে।

এনটিভি অনলাইন ডেস্ক