আপনার জিজ্ঞাসা
আশুরার সিয়ামের উপলব্ধি কী?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৭৪তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা মোহাম্মদপুর থেকে মোহাম্মদ নেহাল জানতে চেয়েছেন, আশুরার সিয়ামের ইতিহাস কী? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আশুরার সিয়ামের উপলব্ধি কী?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে চেয়েছেন আপনি। প্রথমত বলব, আশুরার সিয়াম পালন করা খুবই গুরুত্বপূর্ণ। রাসুল (সা.) বুখারি হাদিস শরিফে বলেছেন, আল্লাহ এই দিনে মুসা (আ.) এবং তাঁর জাতিকে ফেরাউনের কাছ থেকে পরিত্রাণ দিয়েছেন। মুসা (আ.) যখন লোহিত সাগর পাড়ি দিয়েছেন, তখন শুকরিয়া করে তিনি এই সিয়াম পালন করেছেন। এটি হলো ঐতিহাসিক শুকরিয়ার রোজা। এই দিনে মুসা (আ.) এবং তাঁর জাতিকে নাজাত দিয়েছেন। তাই, এই দিনে সিয়াম পালন করা হয়। রাসুল (সা.) নিজেও এই সিয়াম পালন করেছেন। রাসুল (সা.) নিজের সাহাবিদেরও এই সিয়াম পালন করতে হয়। অনেকেই এর সঙ্গে কারবালার ঘটনা মিলিয়ে ফেলেন। না, এর সঙ্গে এ রোজার কোনো সম্পর্ক নেই। এই সিয়াম মুসা (আ.)-এর শুকিয়ার আদায়ের সঙ্গে সম্পর্ক আছে, কারবালার সঙ্গে নয়। কারবালার ঘটনা রাসুল (সা.) ইন্তেকালের আরও ৫১ বছর পরের ঘটনা। তাই বলব—দুটি বিষয় একেবারেই আলাদা।