আপনার জিজ্ঞাসা
মুখের জড়তা দূর করার উপায় কি?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম শায়খ আহমাদুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৮১১ম পর্বে টেলিফোনের মাধ্যমে ঢাকা থেকে একজন জানতে চেয়েছেন, মুখের জড়তা দূর করার উপায় কি? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : মুখের জড়তা দূর করার উপায় কি?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটা সুরা ত্বহার কথা আপনি বলেছেন। এই সুরার কিছু আয়াতে মুসা (আ.) আল্লাহর কাছে তার মুখের জড়তা দূর করার জন্য দোয়াগুলো করেছেন। এইগুলো আমরা, আমাদের জ্ঞান বৃদ্ধি কিংবা জড়তা দূর করার জন্য পড়তে পারি। এইগুলো যে কোনো সময়, যে কোনো মানুষ এই দোয়াগুলো পড়তে পারেন। আপনি এই সুরার প্রথম আয়াতগুলো পড়তে পারেন। বিশেষ করে প্রথম তিনটি আয়াত পড়তে পারেন।