৭০০ বছরের পুরোনো গুরুই শাহী মসজিদ

কিশোরগঞ্জের নিকলী উপজেলার গুরুই ইউনিয়নে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে মুঘল আমলে নির্মিত গুরুই শাহী মসজিদ। মসজিদটির দেয়ালের নকশায় রয়েছে স্থাপত্য শিল্পের নির্দশন। মসজিদটির গম্ভুজের গুড়াই সরু ও লম্বা শিলা লিপি রয়েছে।
উপজেলা সদরের সোজা দক্ষিণ দিকে অবস্থিত গুরই ইউনিয়নে অতি প্রাচীন এ মসজিদটি অবস্থিত। অনেকে কাছে এটি গাইবি মসজিদ নামেই পরিচিত। মসজিদটির দেয়ালের উচ্চতা ২২ ফুট আর বাহিরের ৩৫ ফুট উচ্চতা। চার কোণে অষ্টকোণকৃর্তি চারটি মিনার রয়েছে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মসজিদে ধর্মপ্রাণ মুসলমানরা আসেন নামাজ আদায় করতে। মসজিদটিকে ঘিরে এতদঞ্চলে অনেক কথা প্রচলিত রয়েছে। যেমন অনেকেই বলেন, এটি নাকি গায়েবি মসজিদ।

মসজিদের ইমাম ও খতিব মুফতি রুহুল আমিন কাসেমী বলেন, গুরুই মসজিদটি ঐতিহাসিক। এই মসজিদটিতে নামাজ আদায় করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা আসেন। মসজিদটির কিছু জায়গায় সংস্কার করা প্রয়োজন।