হজে গিয়ে ৯ বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে ১৮

আসন্ন পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৬২ জন বাংলাদেশি অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে ১৮ জন সৌদি আরবের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া, হজ পালনে এখন পর্যন্ত ৯ জন বাংলাদেশি মৃত্যুবলন করেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে এই তথ্য জানানো হয়েছে।
পোর্টালের তথ্যে দেখা গেছে, সৌদি আরবে সরকারি হাসপাতাল থেকে মোট ৬২ জন হজ যাত্রী চিকিৎসা পেয়েছেন। বর্তমানে ১৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া, সৌদি আরবের চিকিৎসাকেন্দ্র থেকে দেওয়া স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্রের সংখ্যা ২০ হাজার ৩৬৭।
মৃতের মধ্যে আটজন পুরুষ এবং একজন নারী রয়েছেন। তাদের মধ্যে চারজন মক্কায় এবং পাঁচজন মদিনায় মারা গেছেন।
আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল পর্যন্ত সৌদি আরবের মক্কা ও মদিনায় পৌঁছেছেন মোট ৫২ হাজার ৬৯০ জন বাংলাদেশি হজ যাত্রী। এর মধ্যে সরকারি মাধ্যমে গিয়েছেন ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি মাধ্যমে গিয়েছেন ৪৮ হাজার ১০৭ জন। হজ যাত্রীদের জন্য সৌদি আরবের শেষ ফ্লাইট ৩১ মে পর্যন্ত চলবে।
চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ আগামী ৫ জুন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।