পতনে পুঁজিবাজার, আট মাসে সর্বনিম্ন লেনদেন আজ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/11/28/dse-cse.jpg)
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ক্রেতার চেয়ে বিক্রেতার চাপে ছিল হিড়িক। যদিও লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর শেয়ার দর বাড়ার চেয়ে কমেছে বেশি। আগের কার্যদিবস চেয়ে আজ কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ২৯৭ কোটি টাকা। গত আট মাস বা ১৮৩ কর্মদিবসের মধ্যে আজকের লেনদেন সর্বনিম্ন হিসেবে বিবেচ্য হয়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। লেনদেন পরিমাণ কমেছে।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ডিএসইতে ২৯৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ৩৬৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার। এরও আগে গত ২৮ মার্চ লেনদেন হয়েছিল ২৭২ কোটি পাঁচ লাখ টাকা। এ হিসেবে গত আট মাস বা ১৮৩ কর্মদিবসের মধ্যে আজকের লেনদেন সর্বনিম্ন।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ছয় দশমিক ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২০২ দশমিক ৮১ পয়েন্টে। ডিএসইএস সূচক দশমিক ৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৪৬ দশমিক ৬০ পয়েন্টে। এ ছাড়া ডিএস-৩০ সূচক এক দশমিক ৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৯৯ দশমিক ৩৮ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩০৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৫৫টির ও কমেছে ৭৬টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ১৭৪টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মার শেয়ার। কোম্পানিটির ১৫ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এরপর খুলনা প্রিন্টিংয়ের ১৪ কোটি ৫২ লাখ টাকা, সী পার্ল বিচের ১৪ কোটি ৪৬ লাখ টাকা, জেমিনি সী ফুডের ১০ কোটি ৯৩ লাখ টাকা, প্যাসিফিক ডেনিমসের ১০ কোটি ৫৩ লাখ টাকা, ফু-ওয়াং সিরামিকের ১০ কোটি ৩০ লাখ টাকা, ইয়াকিন পলিমারের ৯ কোটি ৯৮ লাখ টাকা, বিডি থাইয়ের ৯ কোটি ৫২ লাক টাকা, এমারেল্ড অয়েলের আট কোটি ৭০ লাখ টাকা এবং ডোমিনেজের আট কোটি ৪৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার চার কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল পাঁচ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার। প্রধান সূচক সিএএসপিআই ১৬ দশমিক ৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪০৫ দশমিক ৭৪ পয়েন্টে। এছাড়া সিএসই৫০ সূচক দশমিক ৩২ পয়েন্ট, সিএসই৩০ সূচক দশমিক ২৮ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৯ দশমিক ৭১ পয়েন্টে এবং সিএসআই সূচক এক দশমিক ১৭ পয়েন্ট করে কমেছে।
সিএসইতে লেনদেন হওয়া ১৪৯ কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৯টির, কমেছে ৫৭টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৬৩টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে আসে ফার কেমিক্যালের ৫৭ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ৪৫ লাখ টাকা, ফু-ওয়াং সিরামিকের ৩৫ লাখ টাকা, জেনারেশন নেক্সটের ২৪ লাখ টাকা, প্যাসিফিক ডেনিমসের ২২ লাখ টাকা, ওয়েস্টার্ন মেরিনের ১৯ লাখ টাকা, খুলনা প্রিন্টিংয়ের ১৯ লাখ টাকা, সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের ১৫ লাখ টাকা, ফু-ওয়াং ফুডের ১৩ লাখ টাকা এবং বিডি থাইয়ের ১২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।