লেনদেন ৭০০ কোটি টাকার ঘরে
সপ্তাহের তৃতীয় কর্মদিবস আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। আগের কর্মদিবস থেকে এদিন লেনদেন পরিমাণ কমেছে। লেনদেন সাতশ কোটি টাকার ঘরে চলে এসেছে। যা ১৬ কর্মদিবস পর এতো কম লেনদেন আজ। বাজারে কমেছে মূলধন পরিমাণ। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।
ডিএসই ওয়েবসাইট অনুসন্ধানে দেখা যায়, শেয়ার ক্রয়ের চাপে লেনদেন শুরুতেই সূচক উত্থান হয়। লেনদেনে শুরু প্রথম এক ঘন্টা ৩০মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান ৩৭ পয়েন্ট। ডিএসইএক্স সূচক বেড়ে অবস্থান করেছিল ছয় হাজার ২৯৫ পয়েন্টে। পরে সূচক বাড়া কমার মধ্যে ছিল। লেনদেনের এক ঘন্টা ৪০মিনিট পর সূচক পতন ফিরে। লেনদেন শেষে সূচক ডিএসইএক্স কমেছে দুই দশমিক ৮৫ পয়েন্ট। লেনদেন ৭৬৪ কোটি টাকা।
স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্র জানা যায়, মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭৬৪ কোটি ৬৪ লাখ টাকা। আগের কর্মদিবস সোমবার লেনদেন হয়েছিল ৮১৮ কোটি ৫৮ লাখ টাকা। এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৬২ হাজার ৬৭৯ কোটি ৮৯ লাখ টাকা। আগের কর্মদিবস সোমবার বাজার মূলধন ছিল সাত লাখ ৬২ হাজার ৮৫৭ কোটি ৬১ লাখ টাকার শেয়ার। মঙ্গলবার সূচক ডিএসইএক্স দুই দশমিক ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৫৬ দশমিক ১২ পয়েন্টে। ডিএসইএস সূচক এক দশমিক ৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৫৯ দশমিক ৭৭ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৩২ দশমিক ১২ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৮৪টির ও কমেছে ১৬৬টি। শেয়ারদর পরিবর্তন হয়নি ৪২টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ৫৫ কোটি ৯১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেস্ট হোল্ডিংসের ৩১ কোটি ২০ লাখ টাকা, আফতাব অটোর ২৫ কোটি ৫৮ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২২ কোটি পাঁচ লাখ টাকা, ফু-ওয়াং সিরামিকের ২০ কোটি ৩৭ লাখ টাকা, ফরচুন সুজের ২০ কোটি ৩৭ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১৯ কোটি ৩৯ লাখ টাকা, মুন্নু ফেব্রিক্সসের ১৯ কোটি ২৪ লাখ টাকা, এবি ব্যাংকের ১৬ কোটি ৮১ লাখ টাকা এবং একমি পেস্টিসাইডসের ১৬ কোটি ২৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার ১৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবস সোমবার লেনদেন হয়েছিল ১৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৫৫ হাজার ২১২ কোটি ৮৪ লাখ টাকা। আগের কার্যদিবস সোমবার বাজার মূলধন ছিল সাত লাখ ৫৭ হাজার ৮৯ কোটি ৭৮ লাখ টাকা। প্রধান সূচক সিএএসপিআই ৩৯ দশমিক ৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৫০ দশমিক ২৫ পয়েন্টে। সিএসই৫০ সূচক এক দশমিক ৫২ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ২২ দশমিক ১০ পয়েন্টে এবং সিএসআই সূচক দুই দশমিক শূন্য তিন পয়েন্ট কমেছে। এ ছাড়া সিএসই-৩০ সূচক সাত দশমিক ৪৮ পয়েন্ট বেড়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২৬৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০২টির, কমেছে ১২৯টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৩২টির।