ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বোনাস লভ্যাংশে বিএসইসির সম্মতি
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য পূর্ব ঘোষিত ৫ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিদ্যমান আইন মতে, বিএসইসির অনুমোদন ছাড়া বোনাস লভ্যাংশ ইস্যু করা যায় না। সেই হিসেবে, বোনাস লভ্যাংশের বিতরণ ক্ষেত্রে বিএসইসির অনুমোদন নিতে হয়েছে কোম্পানিটিকে।
জানা যায়, গত ২০২৩ সমাপ্ত হিসাব বছরে (জানুয়ারি-ডিসেম্বর) কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। এর মধ্যে কোম্পানিটির বোনাস লভ্যাংশ বিতরণে সম্মতি দিয়েছে বিএসইসি।