সূচক পতনেও পুঁজিবাজারে মূলধন বেড়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ বুধবার (৫ জুন)। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের দিনের তুলনায় আলোচিত এদিন কমেছে লেনদেনের পরিমাণ। তবে বেড়েছে পুঁজিবাজারে মূলধনের পরিমাণ।
অনুসন্ধানে দেখা যায়, লেনদেনের শুরুতেই আজ ডিএসইর প্রধান সূচক ছিল নিম্নমুখী। লেনদেন শুরুর ৫১ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স ছিল ১৪ পয়েন্ট। পরে বেলা বাড়ায় সূচক পতন থেকে উত্থান ফিরে আসে। লেনদেন শুরুর ৫১ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান ছিল পাঁচ পয়েন্ট। এরপরে উত্থান থেকে ফের পতনে ফিরে। দিনশেষে সূচক ডিএসইএক্স পতন হয় ২৩ পয়েন্ট। এদিন কমেছে ৬২ শতাংশ কোম্পানির শেয়ার দর। লেনদেন কমে তিন কোটি টাকার ঘরে চলে এসেছে। তবে একদিনের ব্যবধানে পুঁজিবাজারে মূলধন বেড়েছে তিন হাজার ২৫৪ কোটি টাকা।
ডিএসইর সূত্রে জানা যায়, আজ বুধবার ডিএসইতে লেনদেন হয় ৩৮১ কোটি ৩৪ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন ছিল ৫৯৩ কোটি তিন লাখ টাকা। আলোচিত দিনে পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৪২ হাজার ৯৩২ কোটি সাত লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার বাজার মূলধন ছিল ছয় লাখ ৪২ হাজার ৯৩২ কোটি সাত লাখ টাকার শেয়ার।
আজ সূচক ডিএসইএক্স ২৩ দশমিক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ২২৪ দশমিক ৩৬ পয়েন্টে। ডিএসইএস সূচক সাত দশমিক ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৩৫ দশমিক ৫২ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক এক দশমিক ৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৫৪ দশমিক ৩৮ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৯৮টির এবং কমেছে ২৪৭টি। শেয়ার দর পরিবর্তন হয়নি ৫২টির।
লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে লাভেলো আইসক্রিম শেয়ার। কোম্পানিটির ২১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে কে এন্ড কিউর শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে দুই দশমিক ৯৯ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এআইবিএল ফার্স্ট ইসলামী ফান্ডের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ছয় দশমিক ২৫ শতাংশ।