লেনদেন শতকোটি টাকা, উত্থানে সূচক
সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ শুরুর প্রথম ৪৪ মিনিট বা সকাল ১০ টা ৪৪ মিনিটে লেনদেন হয়েছে শতকোটি টাকার ওপরে। আলোচিত সময় লেনদেনে অংশ নেওয়া ৬১ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। আজ রোববার (২৩ জুন) ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা যায়, শেয়ার ক্রয়ের চাপে লেনদেনের শুরুতেই প্রধান সূচকের উত্থান হয়। লেনদেনে শুরুর প্রথম ৩১ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ৫৬ পয়েন্ট। পরে ক্রয়ের চাপ কিছুটা কমে। এতে সূচকের উত্থান গতিও কমে আসে। লেনদেনের শুরুর প্রথম ৪৪ মিনিটে ডিএসইএক্সের উত্থান হয় ৩৯ পয়েন্ট। এসময়ে ডিএসইএক্স সূচক অবস্থান করেছে পাঁচ হাজার ২৮৩ পয়েন্টে।
আলোচিত সময়ে ডিএসইএস সূচক আট দশমিক ৩১ পয়েন্ট ও ডিএস ৩০ সূচক ১৩ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ১৫৪ দশমিক ৩৬ পয়েন্ট ও এক হাজার ৮৮৮ দশমিক ৯৫ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২২৬টির, কমেছে ৯১টি বা ৬০ দশমিক ৫৯ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়েছে ১০৮ কোটি ৬৭ লাখ টাকা।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। লেনদেন করেছে পাঁচ কোটি ৮১ লাখ টাকা। এছাড়া সী পার্ল বিচের পাঁচ কোটি ৪১ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের চার কোটি ৭৬ লাখ টাকা, ওরিয়ন ফার্মার চার কোটি ৬৭ লাখ টাকা, বিট্রিশ আমেরিকান টোব্যাকোর চার কোটি ৩০ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের তিন কোটি ৮০ লাখ টাকা, সোনালী আশেঁর তিন কোটি ৭৯ লাখ টাকা, জেমিনি সী ফুডের তিন কোটি ৪৭ লাখ টাকা, ফরচুন সুজের তিন কোটি ২১ লাখ টাকা এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্সের দুই কোটি ৯৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।