বাজার তদারকিতে জেলা প্রশাসনের অভিযান, জরিমানা
এবার বাজার তদারকিতে নেমেছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে এই বাজার তদারকি অভিযান চালানো হয়।
জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে শহরের পুরাতন বড় বাজার ও মানিকহার খুচরা বাজারে অভিযান চালান। সেখানে দোকানে দোকানে ঘুরে ব্যবসায়ীদের মূল্য তালিকা যাচাই এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করতে অনুরোধ করেন। এ সময় অতিরিক্ত দামে পণ্য বিক্রির অপরাধে এক চাল ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বাজার তদারকি অভিযানের সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নী খাতুন, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।