সূচক পতনেও বেড়েছে লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ রোববার (৩০ জুন)। এদিন লেনদেনে অংশ নেওয়া ৬৭ শতাংশ কোম্পানির শেয়ারের দর পতন হয়েছে। তবে, একদিনের ব্যবধানে পুঁজিবাজারে মূলধন বেড়েছে। আগের দিনের তুলনায় আলোচিত এদিন বেড়েছে লেনদেনের পরিমাণও।
ডিএসইর সূত্রে জানা যায়, আজ রোববার ডিএসইতে লেনদেন হয় ৭১২ কোটি ৬৮ লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন ছিল ৭০৫ কোটি ৮৩ লাখ টাকা। আলোচিত দিনে পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬২ হাজার ১৫৫ কোটি ৮৮ লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার বাজার মূলধন ছিল ছয় লাখ ৬১ হাজার ৫০৮ কোটি ১৪ লাখ টাকার শেয়ার।
আজ সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩২৮ দশমিক ৪০ পয়েন্টে। আগের কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ৩৫৫ দশমিক ৪১ পয়েন্টে।
আজ ডিএসইএস সূচক তিন দশমিক ৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৮০ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ১২ দশমিক ৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯০৯ দশমিক ৬৪ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৯২টির ও কমেছে ২৬৮টি। শেয়ার দর পরিবর্তন হয়নি ৩৮টির।
লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে লিন্ডে বিডির শেয়ার। কোম্পানিটির ১৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে বে লিজিংয়ের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে পাঁচ দশমিক ৩১ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বিডি ল্যাম্পসের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ।