লেনদেন বাড়লেও মূলধন কমেছে ৭ হাজার ৩৫০ কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে পার করল গত সপ্তাহ (৭ থেকে ১১ জুলাই)। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে ৪৪ শতাংশ। অধিকাংশ কোম্পানির শেয়ারে দর উত্থান হয়েছে। তবে সপ্তাহটির ব্যবধানে ডিএসইতে মূলধন এক দশমিক ১০ শতাংশ কমেছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আগের সপ্তাহ থেকে বিদায়ী সপ্তাহে লেনদেন পরিমাণ বেড়েছে দুই হাজার ১৮ কোটি ৫০ লাখ টাকা। তবে এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে মূলধনের পরিমাণ কমেছে সাত হাজার ৩৫০ লাখ টাকা।
এদিকে গত ১০ অক্টোবর পুঁজিবাজারে সরকারি বন্ডের লেনদেন শুরু হয়। এরপর ডিএসইতে ২৫০ বন্ডের লেনদেন হয়। এতে ডিএসইর শেয়ারবাজার মূলধন ২ লাখ ৫২ হাজার ২৬৩ কোটি ১৩ লাখ টাকা থেকে বেড়ে ৭ লাখ ৭৩ হাজার ৯৩৯ কোটি ৫৮ লাখ টাকায় দাঁড়িয়েছিল। এরপর গত ২৭ অক্টোবর শেয়ারবাজার মূলধন কমে দাঁড়িয়েছিল সাত লাখ ৬৯ হাজার ৪৬৫ কোটি ৭২ লাখ টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার পুঁজিবাজার মূলধন দাঁড়ায় ছয় লাখ ৬৩ হাজার ৬৫২ কোটি ৬৩ লাখ টাকায়। যা আগের সপ্তাহের বৃহস্পতিবারে এই মূলধন ছিল ছয় লাখ ৭১ হাজার ৬৩ কোটি ২৫ লাখ টাকায়।
গেল সপ্তাহে ডিএসইতে লেনদেন হয় চার হাজার ৪৪৭ কোটি ৯৫ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল দুই হাজার ৪৬৩ কোটি ৩০ লাখ টাকা। আলোচিত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৮৮৯ কোটি ৫৯ লাখ টাকা। আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৬১৫ কোটি ৮২ লাখ টাকা। গেল সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত ৪১২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ২২০টির, দর কমেছে ১৫৪টির ও অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির। লেনদেন হয়নি ১৬টি কোম্পানির শেয়ার।
সপ্তাহটিতে প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে লেনদেন শেষ হয়। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইএক্স ৯ দশমিক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৫০৬ দশমিক ৭৮ পয়েন্টে। ডিএসএমইএক্স সূচক ২৯ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৫০৮ দশমিক ৬৬ পয়েন্টে। এ ছাড়া শরিয়াহ সূচক ডিএসইএস এক দশমিক ১৭ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ২০৭ দশমিক ৫৩ পয়েন্টে। ডিএসই৩০ সূচক আট দশমিক ৯৮ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৯৪২ দশমিক ৩৬ পয়েন্টে।