সূচক পতনেও হাজার কোটি টাকার ওপরে লেনদেন
চার কর্মদিবস উত্থানের পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ফের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ সোমবার (১২ আগস্ট)। বিক্রয়ের চাপ বাড়ায় এদিন লেনদেনে অংশ নেওয়া ৮৩ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। গত কর্মদিবস রোববারের তুলনায় আজ সোমবার লেনদেন পরিমাণ কমেছে। পাশাপাশি কমেছে পুঁজিবাজারে মূলধনের পরিমাণও।
ডিএসইর সূত্রে জানা গেছে, আজ ডিএসইতে লেনদেন হয় এক হাজার ১৪৩ কোটি দুই লাখ টাকা। আগের কর্মদিবস রোববার লেনদেন ছিল দুই হাজার ১০ কোটি আট টাকা। আলোচিত এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৯ হাজার ৭৬৯ কোটি ৬৮ লাখ টাকা। আগের কর্মদিবস রোববার পুঁজিবাজার মূলধন ছিল সাত লাখ ১৩ হাজার ৩৫২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার।
আজ সূচক ডিএসইএক্স ৮৩ দশমিক ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৯৩২ দশমিক ২৭ পয়েন্টে। আগের কর্মদিবস রোববার ডিএসইএক্স দাঁড়িয়েছিল ছয় হাজার ১৫ দশমিক ৯০ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক ১৪ দশমিক ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৭০ দশমিক ৮১ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ৩০ দশমিক ৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১৫৩ দশমিক ৫৩ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৪০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৫৩টির ও কমেছে ৩৩৭টির বা ৮৩ দশমিক ৬২ শতাংশ। শেয়ার দর পরিবর্তন হয়নি ১৩টির।
লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে গ্রামীন ফোনের শেয়ার। কোম্পানিটির ১১৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মার শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে তিন শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এটলাস বাংলাদেশের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ।