লেনদেন বাড়লেও ডিএসইএক্সে পতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স পতনে লেনদেন শেষ হয়েছে আজ রোববার (২২ সেপ্টেম্বর)। তবে গত কর্মদিবস বৃহস্পতিবারের (১৯ সেপ্টেম্বর) তুলনায় আজ বেড়েছে লেনদেনের পরিমাণ। কমেছে বাজারে মূলধনের পরিমাণও। একদিনের ব্যবধানে ডিএসইতে মূলধন কমেছে দুই হাজার ১৮৬ কোটি টাকা। লেনদেনে অংশ নেওয়া ৫৮ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, আজ রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ৬৭৫ কোটি ৭৩ লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন ছিল ৫৯৪ কোটি ৭৭ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯৩ হাজার ৩৮৪ কোটি ৬৫ লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৯৫ হাজার ৫৭১ কোটি ৬১ লাখ টাকা।
সূচক ডিএসইএক্স দশমিক ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৩৪ দশমিক ৯৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১১ দশমিক ৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৯৪ দশমিক ৮০ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক পাঁচ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৬৩ দশমিক ৪৭ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৪০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১০৯টির ও কমেছে ২৩৩টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৫৮টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমসের শেয়ার। কোম্পানিটির ৩৩ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষে ওঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে লাভেলো আইসক্রিমের ২৯ কোটি ৩৮ লাখ টাকা, গ্রামীণফোনের ২৮ কোটি ৯৪ লাখ টাকা, সোনালী আঁশের ২৮ কোটি ৪৭ লাখ টাকা, লিন্ডে বাংলাদেশের ২০ কোটি ৭৩ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ১৭ কোটি ১০ লাখ টাকা, ইসলামী ব্যাংকের ১৬ কোটি ২৯ লাখ টাকা, সায়হাম কর্টনের ১১ কোটি ৩২ লাখ টাকা, খান ব্রাদার্সের ১১ কোটি ২১ লাখ টাকা এবং ইবনে সিনার ১১ কোটি চার লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে হামি ইন্ডাস্ট্রিজের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯ দশমিক ৯৪ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯১ শতাংশ।