মন্দা পুঁজিবাজার, শীর্ষ বিশের দখলে ৪৮ শতাংশ লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার (১ অক্টোবর) লেনদেন হয়েছে ৩৮৯ কোটি ৪৭ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার ও ইউনিটের। এর মধ্যে শীর্ষ লেনদেনের তালিকায় থাকা বিশ কোম্পানিতে লেনদেন হয়েছে ১৮৫ কোটি ৪৫ লাখ ৩৯ হাজার টাকা। এই বিশ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল মোট লেনদেনের ৪৭ দশমিক ৬১ শতাংশ।
অপরদিক আজ ডিএসইতে সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। কমেছে বাজারে মূলধনের পরিমাণ। লেনদেনে অংশ নেওয়া ৬১ দশমিক ৪৬ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। এদিন কমেছে লেনদেনের পরিমাণ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ১৮ কোটি ৩০ লাখ ৩৩ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণফোনের ১৭ কোটি ৪৭ লাখ টাকা, ইবনে সিনার ১৭ কোটি দুই লাখ টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৪ কোটি ১৪ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ১৪ কোটি ১০ লাখ টাকা, সোনালী আঁশের ১২ কোটি ৪৪ লাখ টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৯ কোটি ৩৯ লাখ টাকা, এপেক্স ফুটওয়্যারের ৯ কোটি ১৮ লাখ টাকা, এডিএন টেলিকমের আট কোটি ছয় লাখ টাকা, ইউনিক হোটেলের সাত কোটি ২০ লাখ টাকা, এনআরবি ব্যাংকের ছয় কোটি ৫৮ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ছয় কোটি ৪৯ লাখ টাকা, লাভেলোর ছয় কোটি ৪৬ লাখ টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংকের ছয় কোটি ১৫ লাখ টাকা, খান ব্রাদার্সের পাঁচ কোটি ৯৪ লাখ টাকা, টেকনো ড্রাগসের পাঁচ কোটি ৮৬ লাখ টাকা, এমজেএল বাংলাদেশের পাঁচ কোটি ৬১ লাখ টাকা, বাংলদেশ শিপিং করপোরেশনের পাঁচ কোটি ৩৯ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের পাঁচ কোটি ১৩ লাখ টাকা এবং বেক্সিমকো ফার্মার চার কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮৯ কোটি ৪৭ লাখ ৮৩ হাজার টাকা। আগের কর্মদিবস সোমবার লেনদেন ছিল ৫০৩ কোটি ৯০ লাখ ৪১ হাজার টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮০ হাজার ১২৪ কোটি ৩৫ লাখ ৩৯ হাজার টাকা। আগের কর্মদিবস রোববার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৮৩ হাজার ৪১১ কোটি ৬১ লাখ ২৬ হাজার টাকা।
প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ দশমিক ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৫৮৬ দশমিক ২৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৩৯ দশমিক ৩৪ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ১১ দশমিক ৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৫২ দশমিক ২২ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১০৫টির ও কমেছে ২৪৪টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৪৩টির। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ফিনিক্স ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৪ দশমিক ৯২ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯১ শতাংশ।