সূচকের উত্থান, বেশির ভাগ কোম্পানির দরপতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ সোমবার (৩০ ডিসেম্বর)। আগের কর্মদিবস রোববারের তুলনায় এদিন বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। লেনদেন কমে আজ ৩৭৩ কোটি টাকায় অবস্থান করেছে।
জানা যায়, গতকাল রোববার লেনদেন হয়েছিল ৩৭৪ কোটি ৩৬ লাখ টাকা, যা আজ হয়েছে ৩৭৩ কোটি ৮৬ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬২ হাজার ৬১৯ কোটি ৮১ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস রোববার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৬১ হাজার ৯০৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার।
আজ প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ২১৬ দশমিক ৪৪ পয়েন্টে। আগের কর্মদিবস রোববার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ২০৪ দশমিক ৭৭ পয়েন্টে। আজ ডিএস৩০ সূচক আট দশমিক শূন্য পাঁচ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৩৯ দশমিক ৭৩ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক দুই দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬৮ দশমিক ৯০ পয়েন্টে।
ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৪২টির এবং কমেছে ১৮৪টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৭১টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ২৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ১১ কোটি ৮৪ লাখ টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১১ কোটি ৫৪ লাখ টাকা, ফাইন ফুডসের ১১ কোটি ২১ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৯ কোটি ৪৪ লাখ টাকা, পূবালী ব্যাংকের ৯ কোটি ৩৯ লাখ টাকা, সিটি ব্যাংকের ৯ কোটি ২৫ লাখ টাকা, লিন্ডে বাংলাদেশের আট কোটি ৯৬ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের আট কোটি ৭০ লাখ টাকা এবং মিডল্যান্ড ব্যাংকের ছয় কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে মিথুন নিটিংয়ের শেয়ার। কোম্পানিটির দর কমেছে পাঁচ দশমিক ৭১ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে লিন্ডে বাংলাদেশের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ছয় দশমিক ২৬ শতাংশ।