৬২ শতাংশ কোম্পানির দর উত্থান
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ সোমবার (২০ জানুয়ারি)। এক কর্মদিবসের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫০ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া ৬২ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। লেনদেন বেড়ে আজ ৪২৬ কোটি টাকার ঘরে রয়েছে। আগের কর্মদিবস রোববারের তুলনায় এদিন পুঁজিবাজারে মূলধন বেড়েছে।
জানা গেছে, আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬১ হাজার ১৫৭ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস রোববার মূলধন ছিল ছয় লাখ ৫৮ হাজার ৩৮৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার। এক কর্মদিবস ব্যবধানে বাজারে মূলধন বেড়েছে দুই হাজার ৭৭২ কোটি ৯ লাখ টাকা।
গতকাল রোববার লেনদেন হয়েছিল ৩৬৮ কোটি টাকা। আজ লেনদেন হয়েছে ৪২৬ কোটি ৯২ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৪০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৪৮টির ও কমেছে ৮১টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৭১টির। আজ ডিএসইএক্স ৫০ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে হয়েছে পাঁচ হাজার ১৯৫ দশমিক ৮২ পয়েন্টে। আগের কর্মদিবস রোববার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ১৪৫ দশমিক শূন্য সাত পয়েন্টে। আজ ডিএস৩০ সূচক ২০ দশমিক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯২৩ দশমিক শূন্য ৯ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক ১৫ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৭১ দশমিক ১৫ পয়েন্টে।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাভেলো আইসক্রিমের শেয়ার। কোম্পানিটির ১৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মিডল্যান্ড ব্যাংকের ১৪ কোটি ২৮ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের ১২ কোটি ৭৮ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১২ কোটি ৭৭ লাখ টাকা, খান ব্রাদার্সের ১০ কোটি ৮৪ লাখ টাকা, আফতাব অটোর ১০ কোটি ৩৯ লাখ টাকা, এডিএন টেলিকমের আট কোটি ৮১ লাখ টাকা, কোহিনূর কেমিক্যালের আট কোটি ৬৫ লাখ টাকা, ফাইন ফুডসের সাত কোটি ৮৬ লাখ টাকা এবং মুন্নু ফেব্রিক্সের সাত কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে রিলায়েন্স ওয়ান ফান্ডের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট দশমিক ৮২ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।