মুনাফার চেয়ে বেশি লভ্যাংশ দেবে সামিট পাওয়ার
পুঁজিবাজারের তালিকাভুক্ত জ্বালানি ও শক্তি খাতের প্রতিষ্ঠান সামিট পাওয়ারের ২০২৪-২৫ সমাপ্ত অর্থবছরে (জুলাই-জুন) শেয়ারহোল্ডারদের জন্য ১০ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলোচিত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন যাচাই-বাছাই করে কোম্পানিটির পর্ষদ সভায় এ অনুমোদন দেওয়া হয়।
লভ্যাংশ প্রসঙ্গে কোম্পানির সচিব তোফায়েল আহমেদ বলেন, আগের ২০২৩-২৪ সমাপ্ত অর্থবছর তুলনায় ২০২৪-২৫ সমাপ্ত অর্থবছরে সামিট পাওয়ারের মুনাফা কমেছে। সবশেষ ২০২৪-২৫ সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩৮ পয়সা। কিন্তু কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের লভ্যাংশ দিবে শেয়ারপ্রতি এক টাকা পাঁচ পয়সা। যা মুনাফার থেকে শেয়ারপ্রতি ৬৭ পয়সা বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, গত ২০২৪-২৫ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩৮ পয়সা। আগের ২০২৩-২৪ সমাপ্ত অর্থবছরে (জুলাই-জুন) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা ছিল তিন টাকা ১৩ পয়সা। এই সময়ের ব্যবধানে মুনাফা কমেছে দুই টাকা ৭৫ পয়সা বা ৮৭ দশমিক ৮৬ শতাংশ। আলোচিত সমাপ্ত অর্থবছরে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ৯ টাকা ৭৮ পয়সা। আগের সমাপ্ত অর্থবছরে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল ছয় টাকা ১৩ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪০ টাকা ৫৭ পয়সা। আগের সমাপ্ত অর্থবছরে সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ৪১ টাকা ৪৪ পয়সা।
ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে আগামী ২৪ ডিসেম্বর বেলা ১১টা ৩০ মিনিটে। বিনিয়োগকারী নির্বাচনের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১১ নভেম্বর।

নিজস্ব প্রতিবেদক