ডিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমে ৫৩০ কোটি টাকার ঘরে অবস্থান করেছে আজ সোমবার (১৩ অক্টোবর)। আগের কর্মদিবস রোববারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে। তবে এদিন উত্থান হয়েছে ডিএসইর সব ধরনের সূচকের। প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৫ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে।
ডিএসইতে শেয়ার কেনার চাপে আজ লেনদেন শুরুর প্রথম ১৪ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ৩৫ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচক উত্থান গতি বাড়ে। এতে লেনদেন শুরুর প্রথম তিন ঘণ্টা পাঁচ মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান হয় ৫৭ পয়েন্ট। পরে উত্থান কমে আসে। এতে লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের উত্থান হয় ২৫ দশমিক ২৮ পয়েন্ট। সূচকটি বেড়ে দিন শেষে দাঁড়ায় পাঁচ হাজার ২২৭ দশমিক ৭৫ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক দুই দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১৭ দশমিক ৭৪ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ১১ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৯ দশমিক ৮৮ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৫৩০ কোটি টাকার শেয়ার। আগের কর্মদিবস রোববার লেনদেন হয়েছিল ৫৪২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ১১ হাজার ৭০৫ কোটি ৭৭ লাখ টাকা। গতকাল মূলধন ছিল সাত লাখ ১২ হাজার ৬৬৮ কোটি ৯০ লাখ টাকা। এদিন লেনদেন হওয়া ৪০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৩০টির, কমেছে ১২০টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫০টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিলের শেয়ার। কোম্পানিটির ২৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রগতি ইন্স্যুরেন্সের ১৮ কোটি ৮৩ লাখ টাকা, সিভিও পেট্রোকেমিক্যালের ১৬ কোটি ৫২ লাখ টাকা, ফারইস্ট নিটিংয়ের ১৫ কোটি ৬৪ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ১৫ কোটি ৬১ লাখ টাকা, রূপালী লাইফের ১৪ কোটি ৬২ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ১৩ কোটি ২০ লাখ টাকা, সিমটেক্সের ১২ কোটি ৮৭ লাখ টাকা, সোনারী পেপারের ১১ কোটি ৭১ লাখ টাকা এবং রবি আজিয়াটার ১১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ দর কমার শীর্ষে উঠে এসেছে বিডি ল্যাম্পসের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট দশমিক ৭৮ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইনটেকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ।