টাস্কফোর্স পুরোপুরি স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করছে

পুঁজিবাজার সংস্কারের লক্ষে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কমিশনার থেকে গঠিত টাস্কফোর্সের ওপরে কোনো নির্দেশনা নেই। এই টাস্কফোর্স পুরোপুরি স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে।
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে আগারগাঁওয়ের বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে টাস্কফোর্সের সদস্যরা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে আইপিও সংক্রান্ত সুপারিশগুলো নিয়ে গণমাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন টাস্কফোর্সের সদস্যরা।
এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান, নিরীক্ষা প্রতিষ্ঠান হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোংয়ের জ্যেষ্ঠ অংশীদার এ এফ এম নেসারউদ্দীন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিএসই বিভাগের অধ্যাপক মো. মোস্তফা আকবর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক আল আমিন ও প্রাইম ব্যাংক সিকিউরিটিজের সিইও মনিরুজ্জামান প্রমুখ।
আইপিও সংক্রান্ত সুপারিশে ব্যাংক থেকে এক হাজার কোটি টাকা বা এর বেশি ঋণ নেবে এমন সব কোম্পানির পুঁজিবাজারে তালিকাভুক্তি বাধ্যতামূলক প্রস্তাব করেছে টাস্কফোর্স। এ ছাড়া পুঁজিবাজারে নতুন কোম্পানি আসার ক্ষেত্রে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও অনুমোদনের প্রাথমিক ক্ষমতা স্টক এক্সচেঞ্জের হাতে ন্যস্ত করার সুপারিশ করেছে।
টাস্কফোর্সের সুপারিশে বলা হয়, স্থির মূল্য পদ্ধতিতে ৩০ কোটি টাকার কম মূলধনের কোনো কোম্পানিকে মূল বাজারে তালিকাভুক্ত না করা এবং বুক বিল্ডিং পদ্ধতিতে ৫০ কোটি টাকার কম মূলধনের কোনো কোম্পানিকে মূল বাজারে তালিকাভুক্ত না করার কথা বলা হয়। পাশাপাশি আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য বাকি ৫০ শতাংশ শেয়ার সংরক্ষিত রাখার প্রস্তাব করেছে। সাধারণ বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত ৫০ শতাংশের মধ্যে পাঁচ শতাংশ প্রবাসী বাংলাদেশিদের জন্য এবং বাকি ৪৫ শতাংশ দেশে বসবাসকারী বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখতে বলা হয়।
এ ছাড়া পুঁজিবাজারে আইপিওর মাধ্যমে কোন কোম্পানি বাজারে আসবে এবং কোন কোম্পানি অনুমোদন পাবে না, এর প্রাথমিক সিদ্ধান্ত নেবে স্টক এক্সচেঞ্জগুলো। স্টক এক্সচেঞ্জ যদি কোনো কোম্পানির আইপিও প্রস্তাব বাতিল করে দেয় তাহলে বিএসইসি সেই কোম্পানির আইপিও অনুমোদন দিতে পারবে না। আইপিও সংক্রান্ত আইন সংশোধন করে এ বিধান যুক্ত করার সুপারিশ করেছে টাস্কফোর্স।
বিএসইসির চেয়ারম্যানের কাছে টাস্কফোর্সের সুপারিশ প্রতিবেদন হস্তান্তর করেন টাস্কফোর্সের সদস্য ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের সিইও মাজেদুর রহমান ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্বাহী ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় টাস্কফোর্সের অন্য সদস্যদের পাশাপাশি বিএসইসির তিন কমিশনার এবং টাস্কফোর্সের ফোকাস গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।