কাজে ফিরছে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ফাইল ছবি
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ কমিশনারদের পদত্যাগের দাবি থেকে সরে এসেছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।
আজ রোববার (৯ মার্চ) সকাল থেকে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগদান করেছেন। তবে যেসব কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তারা কেউ অফিসে আসেনি এমনটি জানা গেছে। অপরদিকে আজও পরিস্থিতি নিয়ন্ত্রণে আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে যৌথবাহিনী সদস্যরা অবস্থান করছেন।
বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঘোষণা অনুযায়ী গত বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। এর আগেরদিন বুধবার এক জরুরি সংবাদ সম্মেলন করে কর্মবিরতি পালন করার ঘোষণা দেয় বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।