১১ প্রতিষ্ঠানের ব্যবসায়িক পরিকল্পনা চেয়েছে বিএসইসি
পুঁজিবাজারের সদস্যভুক্ত বাজার মধ্যস্থতাকারী ১১টি প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমে সংকট মোকাবিলাসহ ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করতে ব্যবসা পরিচালনার পরিকল্পনা দাখিল করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে ব্যবসায় লোকসানসহ স্থবির থাকায় তাদের কাছে এই পরিকল্পনা চাওয়া হয়েছে। সম্প্রতি বিএসইসির মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স বিভাগ থেকে প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। বিএসইসির সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার মধ্যস্থতাকারী ১১ প্রতিষ্ঠানের মধ্যে ছয়টি ব্রোকারেজ হাউস, চারটি মার্চেন্ট ব্যাংক ও একটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি রয়েছে। ব্রোকারেজ হাউসগুলো হলো- প্রিমিয়ার লিজিং সিকিউরিটিজ ব্রোকিং, প্রিমিয়ার লিজিং সিকিউরিটিজ, ফারইস্ট স্টক অ্যান্ড বন্ডস, পিএফআই সিকিউরিটিজ, আভিভা ইক্যুইটি ম্যানেজমেন্ট ও ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ। মার্চেন্ট ব্যাংকগুলো হলো- আইএল ক্যাপিটাল, পিএলএফএস ইনভেস্টমেন্ট, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও এফএএস ক্যাপিটাল ম্যানেজমেন্ট। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হলো- প্রাইম ফাইন্যান্স অ্যাসেট ম্যানেজমেন্ট।
এর আগে গত বছরের ১১ সেপ্টেম্বর ব্যবসা পরিচালনার পরিকল্পনা চেয়ে বেশ কিছু ব্রোকারেজ হাউজ, মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে চিঠি দেয় বিএসইসি। নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও একাধিক প্রতিষ্ঠান কোনো ব্যবসা পরিচালনার পরিকল্পনা জমা না দেওয়ায় উদ্বেগ প্রকাশ করে বিএসইসি। তাই প্রতিষ্ঠানগুলোর কাছে পুনরায় পরিকল্পনা চাওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক