১২০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে সিটি ব্যাংক

সিটি ব্যাংক
এক হাজার ২০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড ডেবট (বন্ড) ইস্যু করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক। যদিও গত ফেব্রুয়ারিতে ৮০০ কোটি টাকার বন্ড ইস্যুর কথা জানিয়েছিল এই ব্যাংক। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এই তথ্য জানায়।
তথ্য মতে, নতুন সিদ্ধান্ত অনুসারে সিটি ব্যাংকের এক হাজার ২০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে ব্যাংকের ব্যাসেল-৩ এর অধীনে ব্যবহার করা হবে। ইতোমধ্যে ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।
সিটি ব্যাংক জানায়, বন্ড ইস্যুর জন্য সিটি ব্যাংক এখন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিবে।