কমেছে লেনদেনসহ সূচক, ৭৬ শতাংশ কোম্পানির দরপতন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ছয়শ কোটি টাকার ঘরে নেমে এসেছে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)। এদিন লেনদেনে অংশ নেওয়া ৭৬ শতাংশ কোম্পানির শেয়ার দরপতন হয়েছে। পতন হয়েছে এদিন ডিএসইর সব ধরনের সূচকের। প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪২ পয়েন্ট। আগের কর্মদিবস বুধবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে এক হাজার ৫৪৩ কোটি টাকা।
ডিএসইতে আজ লেনদেন শুরুর প্রথম ২৫ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় চার পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার বিক্রির চাপ বাড়ে। এতে লেনদেন শেষে সূচক ডিএসইএক্সে পতন হয় ৪২ দশমিক ৪১ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৪৪৯ দশমিক ৯২ পয়েন্টে। ডিএসইএস সূচক ১৩ দশমিক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৭৮ দশমিক ১৯ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৯ দশমিক ৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১০৭ দশমিক ১৩ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৬৫৪ কোটি ৭২ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বুধবার লেনদেন হয়েছিল ৭৩৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ২৪ হাজার ৪৬৬ কোটি ৭২ লাখ টাকা। গতকাল মূলধন ছিল সাত লাখ ২৬ হাজার ১০ কোটি ৫১ লাখ টাকা। এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৪৪টির ও কমেছে ৩০৩টির বা ৭৬ দশমিক ৩২ শতাংশ। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫০টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্সের শেয়ার। কোম্পানিটির ৩০ কোটি দুই লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সামিট এলায়েন্স পোর্টের ১৯ কোটি ৬৬ লাখ টাকা, টেকনো ড্রাগসের ১৯ কোটি সাত লাখ টাকা, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্কের ১৬ কোটি ৯৯ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১৬ কোটি পাঁচ লাখ টাকা, এনভয় টেক্সটাইলের ১৫ কোটি ১৬ লাখ টাকা, রবির আজিয়াটার ১৪ কোটি ১৪ লাখ টাকা এবং সোনালী পেপারের ১৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট দশমিক ৮৫ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে পাঁচ দশমিক ৭১ শতাংশ।