বন্ড ইস্যুর মাধ্যমে পদ্মা সেতুর মতো বড় প্রজেক্ট করা সম্ভব : গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, বন্ড ইস্যুর মাধ্যমে পদ্মা সেতুর মতো বড় বড় প্রজেক্ট করা সম্ভব। এজন্য বন্ডের চাহিদা বাড়াতে হবে। বন্ড মার্কেটের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি একসঙ্গে কাজ করছে।
ঢাকার নিকুঞ্জ ডিএসই ভবনের কনফারেন্স হলে আজ সোমবার (২২ সেপ্টেম্বর) এক সেমিনারের প্রথম সেশনে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ কথা বলেন। সেমিনারের যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
এতে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। সেমিনারে সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
গভর্নর আহসান এইচ মনসুর বলেন, অন্যান্য দেশে বন্ড মার্কেটের আধিপত্য বেশি থাকলেও বাংলাদেশে অর্থায়নে ব্যাংকের আধিপত্য বেশি। একইসঙ্গে বীমা খাতের তো বাংলাদেশে ভূমিকা খুবই কম। এমন অবস্থায় বাংলাদেশে আর্থিক খাতের কাঠামো পরিবর্তন করতে হবে।
গভর্নর বলেন, অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারি বন্ডের চাহিদা সবচেয়ে বেশি। তবে করপোরেট বন্ড মার্কেটের অবস্থা খুবই তাৎপর্যপূর্ণ। বন্ড ইস্যু করে পদ্মা সেতুর মতো বড় বড় প্রজেক্ট করা সম্ভব। এজন্য বন্ডের চাহিদা বাড়াতে হবে। এক্ষেত্রে পেনশন ফান্ড ও প্রভিডেন্ট ফান্ড ব্যবহার করা যেতে পারে। বন্ড মার্কেটের উন্নয়নে অনেক কিছু করার আছে। সে সব লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি একসঙ্গে কাজ করছে।