উত্থানে সূচক, লেনদেন ৬০০ কোটি টাকার কাছাকাছি
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। আজ সোমবারের (১৯ জানুয়ারি) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫৬ দশমিক ৬৪ শতাংশ। লেনদেনে অংশ নেওয়া ৬৮ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। গতকাল রোববারের (১৮ জানুয়ারি) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে দুই হাজার ৯১৭ কোটি টাকা। লেনদেন বেড়ে এদিন ৫৯৩ কোটি টাকার ঘরে চলে এসেছে।
শেয়ার কেনার চাপে আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে ফিরে। যদিও বেলা বাড়ার পর উত্থান কিছুটা ধীর গতিতে ফিরে। লেনদেন শুরুর প্রথম ৬০ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ২৮ দশমিক ৯২ পয়েন্ট। তখন সূচকটি বেড়ে দাঁড়িয়েছিল পাঁচ হাজার ৬৫ পয়েন্টে। এরপরে উত্থান গতি ফের বাড়ে। এদিন লেনদেন শেষে সূচক ডিএসইএক্সেরে উত্থান হয় ৫৬ দশমিক ৪৮ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৯১ দশমিক ৬৭ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক ১৪ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ২৩ দশমিক ৫৫ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ২৫ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৯৬৪ দশমিক ৯৩ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৫৯৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস রোববার লেনদেন হয়েছিল ৪৭৪ কোটি ৯ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯৩ হাজার ২৮০ কোটি ১৩ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল ছয় লাখ ৯০ হাজার ৩৬৩ কোটি আট লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৬৮টির, কমেছে ৭২টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫৪টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মার শেয়ার। কোম্পানিটির ১৯ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে প্রাইম ব্যাংকের ১৮ কোটি ৮৭ লাখ টাকা, সিটি ব্যাংকের ১৫ কোটি ৩৮ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ১২ কোটি ৫৩ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১১ কোটি টাকা, বেক্সিমকো ফার্মার ১০ কোটি ৮২ লাখ টাকা, খান ব্রাদার্সের ৯ কোটি ৬৩ লাখ টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৯ কোটি ২৭ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের ৯ কোটি আট লাখ টাকা এবং শাহজিবাজার পাওয়ারের ৯ কোটি পাঁচ লাখ টাকার শেয়ার। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক শূন্য ৯ শতাংশ। অন্যদিকে, দর বাড়ার শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক