অনলাইনে পাওয়া যাবে ঢাকা-চট্টগ্রাম টেস্টের টিকেট

Looks like you've blocked notifications!
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি : সংগৃহীত  

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই সিরিজেও দর্শকরা  গ্যালারিতে বসে খেলা দখতে পারবেন। এবার টিকেট পাওয়া অনলাইনে।

আজ বৃহস্পতিবার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভির আহমেদ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘চট্টগ্রাম ও মিরপুরে গ্যালারি পুরোপুরি উন্মুক্ত থাকবে। কিছু প্রটোকল মেনে দর্শকরা খেলা দখতে পারবেন। কিছু টিকেট অনলাইনে বিক্রি হবে।’  

এদিকে টিকেটের দাম ঠিক করে দিয়েছে বিসিবি। চট্টগ্রামে ওয়েস্টার্ন স্ট্যান্ডের টিকেটের দাম ৫০ টাকা। ইস্টার্ন স্ট্যান্ডের টিকেটের দাম রাখা হয়েছে ১০০ টাকা। আর ক্লাব হাউজ ২০০ টাকা, আন্তর্জাতিক স্ট্যান্ড ৩০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের দামা ৫০০ টাকা ধরা হয়।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ইস্টার্ন স্ট্যান্ড ৫০ টাকা, সাউদার্ন ও নর্দান স্ট্যান্ড ১০০ টাকা, ক্লাব হাউজ ২০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৩০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেট ৫০০ টাকায় পাওয়া যাবে।

এদিকে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট হবে আগামী ১৫-১৯ মে। আর দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৩-২৭ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।