অবশেষে সেঞ্চুরির দেখা পেলেন আফিফ

Looks like you've blocked notifications!
আবাহনীর হয়ে ‘লিস্ট এ’ ক্যারিয়ারের প্রথম শতক পেলেন আফিফ হোসেন। ছবি : ঢাকা আবাহনীর অফিশিয়াল ফেসবুক পেজ

জাতীয় দল থেকে ছিটকে পড়েছেন ফর্মহীনতায়। নিজেকে গুটিয়ে নেননি, বরং গুছিয়ে নিয়েছেন আফিফ হোসেন ধ্রুব। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে পেলেন ‘লিস্ট এ’ ক্যারিয়ারের কাঙ্খিত শতক।

ঢাকা আবাহনীর হয়ে প্রাইম ব্যাংকের বিপক্ষে খেলেছেন ১০১ বলে অপরাজিত ১১১ রানের অনবদ্য এক ইনিংস। ১০৬ তম ম্যাচে এসে অবশেষে এলো আরাধ্য শতক।

নারায়ণগঞ্জের ফতুল্লায় আজ বৃহস্পতিবার (৪ মে) মুখোমুখি হয় আবাহনী ও প্রাইম ব্যাংক। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮৫ রান তোলে মোসাদ্দেক হোসেন সৈকতের দল। চার নম্বরে ব্যাট করতে নামেন আফিফ। মাঠ ছাড়েন অপরাজিত থেকে। নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে আফিফ তার ইনিংসটি সাজান ৬ চার ও ৫ ছয়ের মারে। প্রথম অর্ধশতক বেশ সাবধানী ঢংয়ে দেখেশুনে খেলেন।  পঞ্চাশ ছুঁতে খেলেন ৬১ বল। বাকি পঞ্চাশে পৌঁছাতে আফিফের লাগে ৩৬ বল।
দল থেকে বাদ পড়া আফিফ নিজেকে একটু একটু করে ফিরে পেতে শুরু করেছেন।

ডিপিএলের চলতি আসরে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৮০ রানের একটি ইনিংস খেললেও শতরানে টেনে নিতে পারেননি। পঞ্চাশ ওভারের ক্রিকেট ক্যারিয়ারে এর আগে আফিফের সর্বোচ্চ ইনিংসটি ছিল ৯৭ রানের। ২০১৯ সালে মোহামেডানের বিপক্ষে শাইনপুকুরের হয়ে ইনিংসটি খেলেছিলেন তিনি। এবার তা টপকে তিন অঙ্কের দেখা পেয়ে গেলেন বাঁহাতি এই অলরাউন্ডার।