অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে দুর্দান্ত শুরু বাংলাদেশের মেয়েদের

Looks like you've blocked notifications!
অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ছবি : আইসিসি

অনূর্ধ্ব–১৯ নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বাজিমাত বাংলাদেশের মেয়েদের। শক্তিশালী অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করেছে লাল-সবুজের দল।

আজ শনিবার (১৪ জানুয়ারি) বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী দল। দক্ষিণ আফ্রিকার বেননিতে আসরের উদ্বোধনী দিনে অস্ট্রেলিয়াকে ১৩০ রানে থামিয়ে ১২ বল হাতে রেখেই জয়ের নাগাল পেয়ে যায় বাংলাদেশের মেয়েরা।

এদিন টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় অস্ট্রেলিয়া। তবে আগে ব্যাটিং নিয়ে খুব বেশি সুবিধা করতে পারেনি। ইনিংসের শুরুতেই অসি শিবিরে প্রথম ধাক্কা দেন বাংলাদেশ অধিনায়ক দিশা বিশ্বাস। ইনিংসের দ্বিতীয় ওভারে বিদায় করেন ওপেনার কেটি পেলেকে (৫)। নিজের পরের ওভারেও দিশার বোলিং শো। এবার ফেরান আরেক ওপেনার প্যারিস বাউডলারকে (৭)।

শুরুতেই জোড়া ধাক্কা খেয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। সেখান থেকে তৃতীয় উইকেটে ৭৬ রানের জুটি গড়েন কেয়ার মুর ও এলা হেওয়ার্ড।

১৭তম ওভারে এই জুটি ভাঙেন রাবেয়া খান। ৫১ বলে ৫২ রান করা মুরকে ফিরিয়ে দেন তিন। এরপর হেওয়ার্ডকে সাঝঘরে পাঠান মারুফা। ফেরার আগে হেওয়ার্ড করেম ৩৯ বলে ৩৫ রান। এই জুটি ভাঙার পর শেষ পর্যন্ত ৩১ রানে থামে অস্ট্রেলিয়ার মেয়েরা। বাংলাদেশের হয়ে বল হাতে ২৫ রানে ২ উইকেট নেন দিশা। সমান ২ উইকেট নেন মারুফা।

১৩১ রানের জবাব দিতে নেমে ইনিংসের প্রথম বলেই ধাক্কা খায় বাংলাদেশ। হারায় ওপেনার মিষ্টি সাহাকে। তবে সেই ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ৬৬ রানের জুটি উপহার দেন আফিফা প্রত্যাশা ও দিলারা আক্তার। দিলারা ফিরে যান ৪২ বলে ৪০ রান করে। আর প্রত্যাশা করেন ২২ বলে ২৪ রান।

এই জুটি ভাঙলেও টলে যায়নি বাংলাদেশ। স্বর্ণা আক্তার ও সুমাইয়া আক্তার মিলে আরেকটি  দারুণ জুটি গড়ে দলকে পৌঁছে দেন বন্দরে। ১৫ বলে ১৩ রান করেন স্বর্ণা। সুমাইয়া করেন ২৭ বলে অপরাজিত ৪১ রান।