আইসিইউতে ‘দ্য এশিয়ান ব্র্যাডম্যান’
পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার জহির আব্বাস লন্ডনের একটি হাসপাতালের আইসিইউতে রয়েছেন। ৭৪ বছর বয়সী এই সাবকে তারকা দুবাই থেকে লন্ডনে যাওয়ার পর তাঁর কিডনির সমস্যা ধরা পড়ে। পরে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন। এখন তাঁর ডায়ালাইসিস চলছে।
ইএসপিএনক্রিকইনফোর খবরে জানা গেছে, জহির আব্বাস ১৬ জুন থেকে লন্ডনে ছিলেন। পরে অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগে এই মাসের শুরুতে তিনি দুবাইতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন।
অবস্থার উন্নতি হওয়ার পর জহির আব্বাস লন্ডনে যান। সেখানে গিয়ে স্বাস্থ্য আরও খারাপ হয়। পরে হাসপাতালে নেওয়া হলে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়।
১৯৬৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে জহির আব্বাসের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল। তিনি ৭২ টেস্টে ৫০৬২ রান এবং ৬২ ওয়ানডেতে ২৫৭২ রান করেন। তিনি সেই সময়কার সবচেয়ে স্টাইলিশ ব্যাটসম্যানদের একজন ছিলেন। তিনি উপমহাদেশের একমাত্র ব্যাটসম্যান যিনি ১০০ টিরও বেশি প্রথম-শ্রেণির সেঞ্চুরি করেছেন। এই কৃতিত্বের জন্য তাঁকে ‘দ্য এশিয়ান ব্র্যাডম্যান’ নাম ডাকা হয়।
ওয়ানডেতে তাঁর গড় ৪৭ এর ওপরে। কিন্তু প্রায় ৮৫ এর স্ট্রাইক রেটসহ প্রায় অতুলনীয় পারফর্ম করেন। ক্যারিয়ারের শেষ দিকে ১৪ টেস্টে পাকিস্তানের অধিনায়কত্ব করেন।
১৯৬৫-৬৬ থেকে ১৯৮৬-৮৭ সাল পর্যন্ত তিনি ১০৮টি প্রথম-শ্রেণির সেঞ্চুরি এবং ১৫৮টি হাফসেঞ্চুরি করেন। খেলা ছাড়ার পর পর তিনি আইসিসির ম্যাচ রেফারি এবং আইসিসির সভাপতির দায়িত্ব পালন করেন। আর সম্প্রতি ২০২০ সালে তিনি জ্যাক ক্যালিস এবং লিসা স্থলেকারের পাশাপাশি আইসিসির হল অফ ফেমে অন্তর্ভুক্ত হন।