আইসিসির মাস সেরার লড়াইয়ে বেয়ারস্টো, রুট ও মিচেল
আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটার হওয়ার লড়াইয়ের জায়গা পেয়েছেন ইংল্যান্ডের দুই ক্রিকেটার জনি বেয়ারস্টো ও জো রুট। দুই ইংলিশ তারকার সঙ্গে আছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।
জুন মাসের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে আজ সোমবার পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
এর মধ্যে নারী বিভাগে সংক্ষিপ্ত তালিকায় সুযোগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মারিজান ক্যাপ ও শাবনিম ইসমাইল এবং ইংল্যান্ডের ন্যাট সিভার।
ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে দারুণ করেছেন মিচেল। নিউজিল্যান্ড হারলেও তিন ম্যাচের ছয় ইনিংসে সিরিজের সর্বোচ্চ ৫৩৮ রান করেন তিনি। সিরিজ সেরার পুরস্কারও ওঠে তার হাতে। এবার জায়গা পেলেন মাসসেরার তালিকায়।
অন্যদিকে ইংল্যান্ডকে জেতাতে বড় ভূমিকা রাখেন বেয়ারস্টো। দ্বিতীয় টেস্ট জয়ে তিনি টি-টোয়েন্টি স্টাইলে খেলেন ১৩৬ রানের ইনিংস। এরপর হেডিংলিতেও প্রথম ইনিংসে উপহার দেন ১৬২ রানের বিস্ফোরক ইনিংস। এরপর দ্বিতীয় ইনিংসে করেন অপরাজিত ৭১ রান। সিরিজে মোট ৩৯৪ রান করেন তিনি।
আরেক ইংলিশ তারকা জো রুট লর্ডস টেস্টে ১১৫ রানের ইনিংস খেলেন। এর পরে নটিংহ্যামে উপহার দেন ১৭৬ রানের ইনিংস। সব মিলে তিন ম্যাচের সিরিজে দুই সেঞ্চুরি ও এক ফিফটিতে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯৬ রান করেন তিনি। মিচেলের সঙ্গে যৌথভাবে সিরিজ সেরার পুরস্কারও জেতেন সাবেক ইংলিশ অধিনায়ক।
চলতি বছর থেকেই আইসিসি মাসসেরা ক্রিকেটারের স্বীকৃতি দেওয়া শুরু করেছে। প্রথমবার সেরা হয়েছিলেন ভারতের ঋষভ পন্ত ও দক্ষিণ আফ্রিকার শাবনিম ইসমাইল।
আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসেরসেরা ক্রিকেটার। সেরা ক্রিকেটার নির্বাচন করতে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় শতকরা ৯০ ভাগ আর সমর্থকদের ভোট বাকি ১০ ভাগ।