আইসিসির মিডিয়া স্বত্ব বিক্রি হচ্ছে
সম্প্রতি বিসিসিআই আইপিএলের মিডিয়া স্বত্ব বিক্রি করেছে। এবার আইসিসির পালা। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আগামী সোমবার পরবর্তী মেয়াদের জন্য মিডিয়া স্বত্ব বিক্রির টেন্ডার প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে।
ক্রিকবাজের খবরে জানা গেছে, প্রথমবার পুরুষ এবং নারীদের জন্য আলাদাভাবে স্বত্ব বিক্রি হবে। পুরুষদের ১৬টি ইভেন্ট আট বছরের বেশি সময়, নারীদের ছয়টি ইভেন্ট চার বছরের বেশি সময়ের জন্য বিড করতে হবে।
আইসিসি এক বিবৃতিতে জানায়, এই সময়ে পুরুষদের ৩৬২ এবং নারীদের ১০৩ ম্যাচ হবে। আগ্রহীদের পুরুষদের ইভেন্টের প্রথম চার বছরের জন্য একটি টেন্ডার জমা দিতে হবে।
আইসিসির সিইও জিওফ অ্যালার্ডিস বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট ধারাবাহিকভাবে শ্রোতাদের আকর্ষণ করে। আইসিসির ইভেন্টগুলোর জন্য সম্প্রচারকারীদের উল্লেখযোগ্য আগ্রহের কারণ আছে। তা ছাড়া গত পাঁচ বছরে নারী ক্রিকেটে আগ্রহ বেড়েছে। নারীদের খেলার বৃদ্ধিতে তা ভূমিকা রাখবে।’
দরপত্র জমা দেওয়ার পর এই বিষয়ে আইসিসি সিদ্ধান্ত নেবে সেপ্টেম্বরে। এর পরেই আইটিটি প্রকাশ করা হবে।
এদিকে ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত আইপিএলের ৪১০টি ম্যাচের জন্য সম্প্রচার স্বত্ব বিক্রি হয়েছে রেকর্ড দামে অঙ্কে। ৪৮ হাজার ৩৯০ কোটি রুপিতে বিক্রি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ডিসনি স্টার, ভায়াকম ১৮ ও টাইমস ইন্টারনেট কিনেছে এই স্বত্ব।
তারা টিভি স্বত্ব ২৩ হাজার ৫৭৫ কোটি, ডিজিটাল স্বত্ব ২০ হাজার ৫০০ কোটি, ডিজিটাল (নন এক্সক্লুসিভ ১৮টি ম্যাচ) ৩ হাজার ২৫৮ কোটি ও বিদেশি স্বত্ব ১০৫৮ কোটি রুপিতে বিক্রি হয়েছে।