আগ্রাসী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে ব্রাজিল

Looks like you've blocked notifications!
ব্রাজিল ফুটবল দল। ছবি : সংগৃহীত

কাতার বিশ্বকাপ জন্ম দিচ্ছে একের পর এক চমকের। শেষের আগে শেষ বলার জো রাখছে না তুলনামূলক কম শক্তির দলগুলো। জানান দিচ্ছে সতর্কবার্তা, আমাদের হালকাভাবে দেখার ভুল করো না। এমনই এক দল দক্ষিণ কোরিয়া। পর্তুগালের সঙ্গে অন্তিম সময়ে গোল দিয়ে উঠে এসেছে শেষ ষোলোতে। 

নক আউটে আজ দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ ব্রাজিল। যারা কি না শেষ ম্যাচে হেরেছে ক্যামেরুনের কাছে। অবশ্য নক আউট পর্বে পুরনো হতাশা ঝেড়ে মাঠে নেমেছে ব্রাজিল তা সবার জানা। দোহার স্টেডিয়াম ৯৭৪ এ দক্ষিণ কোরিয়াকে বিদায় করতে তৈরি ব্রাজিল।

গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে নেইমারকে পায়নি সেলেসাওরা। আশার খবর আজ ফিরেছেন তিনি। এতে নিঃসন্দেহে বেড়েছে ব্রাজিলের শক্তি। এরপরেও কোরিয়ানদের হালকাভাবে দেখতে নারাজ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন। তিনি বলেন, "ওরা বেশ আগ্রাসী দল। শক্তিশালীও বটে। ওদের হালকা করে দেখার কোনো সুযোগ নেই।"

দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউ মিং বলেন, "আসর শুরুর আগে আমরা নকআউটে আসার স্বপ্ন দেখেছি। সেটি পূরণ হয়েছে। এখন আমাদের লক্ষ্য এগিয়ে যাওয়া। সেই অনুযায়ীই আমরা খেলব।" সন জানেন কাজটা কঠিন। তবে বড় মঞ্চে সাহস রাখতে হয়।

দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল চলতি বছর জুনে। সিউলে প্রীতি ম্যাচে কোরিয়াকে তাদের ঘরের মাঠে ৫-১ গোলে হারায় সেলেসাওরা। যদিও সেই ম্যাচের ফল কোনো প্রভাবই ফেলবে না। রেফারির বাঁশি মানেই নতুন লড়াই।