আজারেঙ্কাকে হারিয়ে ফাইনালে রাবিকিনা

Looks like you've blocked notifications!
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে কাজাখস্তানের প্রতিনিধি রাবিকিনা। ছবি : রয়টার্স

অস্ট্রেলিয়ান ওপেনের দুবারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কা। এবারের ফাইনাল মাতানোর সুযোগও ছিল তার সামনে। কিন্তু ইয়েলেনা রাবিকিনার সামনে বৃথা গেল সেই সুযোগ। তারুণ্যের কাছে হেরে গেল অভিজ্ঞতা। আজারেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন কাজাখস্তানের প্রতিনিধি রাবিকিনা।

আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) আজারেঙ্কাকে সরাসরি সেটে হারিয়ে ফাইনালে পা রেখেছেন রাবিকানা। মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় নারী এককের প্রথম সেমিফাইনালে বেলারুশ তারকাকে ৭-৬ (৭-৪), ৬-৩ গেমে হারিয়েছেন রিবাকিনা।

দুই সেটের প্রথমটিতে কিছুটা লড়াই করতে পারেন আজারেঙ্কা। দ্বিতীয় সেটে দাঁড়াতেই পারেননি কাজাখের রাবিকিনার সামনে। দুবারের চ্যাম্পিয়নের আত্মবিশ্বাস ভেঙে দিয়ে রাবিকানা উঠে গেলেন শিরোপা জয়ের মঞ্চে।

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান এই গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন ২৩ বছর বয়সী রাবিকিনা। এর আগে গত বছর উইম্বলডন জিতে কাজাখস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়েন তিনি। সেই ছন্দ ধরে রেখে এবার আরেকটি গ্র‍্যান্ড স্ল্যাম জয়ের পথে এগিয়ে গেলেন রাবিকিনা।