আবাহনীতে জাতীয় দলের ১০ খেলোয়াড়

Looks like you've blocked notifications!
ঢাকা আবাহনী লিমিটেডের হকি দল। ছবি : সংগৃহীত

হকির দলবদলের প্রথম দিনেই চমক দেখিয়েছে আবাহনী লিমিটেড। জাতীয় দলের ১০ খেলোয়াড়কে দলে নিয়েছে তারা। আজ রোববার ছিল হকির দলবদলের প্রথম দিন।

আবাহনী জাতীয় দলের ১০ খেলোয়াড়ের বাইরে আরও আট জনকে দলে নিয়েছে।

তাই এবার শিরোপা জিততে আশাবাদী আবাহনী। দলটির উপদেষ্টা কোচ মাহবুব হারুন বলেন, ‘আমরা সেরা খেলোয়াড়দের দলে নিয়েছি। আশা করি এই দল নিয়ে সাফল্য পাবো আমরা।’

আবাহনীর ১৮ খেলোয়াড়

জাতীয় দলের ১০ খেলোয়াড় : আবু সাইদ নিপ্পন (গোলরক্ষক), খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিটুল, রেজাউল করিম (ডিফেন্ডার), রুম্মন সরকার, নাঈম উদ্দিন (মিডফিল্ডার), হাসান জুবায়ের নিলয়, আরশাদ হোসেন, মাহবুব হোসেন ও পুস্কর খিসা মিমো (ফরোয়ার্ড)।

জাতীয় দলের বাইরের আট জন : নুরুজ্জামান নয়ন, বেলাল হোসেন, শফিউল আলম, শহিদুল্লাহ খোকন, আবেদ উদ্দিন, মোহাম্মদ মহসীন, আফসার উদ্দিন ও মেহরাব হোসেন।