আরেকটি উইম্বলডন জিতলেন জকোভিচ

Looks like you've blocked notifications!
নোভাক জকোভিচ। ছবি : সংগৃহীত

ম্যাচের প্রথম সেট হেরে বসেন নোভাক জকোভিচ। তাই শুরুতেই বোঝা গেছে উইম্বলডনে পুরুষ এককের ফাইনাল ম্যাচটি বেশ লড়াই হবে। হয়েছেও তাই, কিন্তু নিক কিরগিওসের বিপক্ষে অসাধারণ জয় তুলে নিয়েছেন এই সার্বীয় তারকা।

আজ রোববার অনুষ্ঠিত ফাইনালে তিন ঘণ্টার লড়াইয়ে ৪-৬, ৬-৩, ৬-৪, ৭-৬ (৭-৩) গেমে জিতেছেন জকোভিচ। উইম্বলডনে টানা শিরোপা জয়ের উল্লাস করেন তিনি।

অস্ট্রেলীয় তারকাকে হারিয়ে আবার উইম্বলডনের খেতাব জেতেন জকোভিচ। এই নিয়ে মোট সাতবার তিনি ঘাসের কোর্টে শিরোপা জেতেন।

জকোভিচ এর আগে ২০১১, ২০১৪, ২০১৫, ২০১৮, ২০১৯ ও ২০২১ সালে উইম্বলডনের শিরোপা জেতেন। করোনা মহামারির কারণে ২০২০ সালে উইম্বলডন অনুষ্ঠিত হয়নি। তাই টানা চারবার উইম্বলডন জিতলেন।

২১টি গ্র্যান্ড স্ল্যাম জিতে জকোভিচ টপকে গেলেন রজার ফেদেরারকে। মোট ২০টি মেজর ট্রফি জিতেছেন ফেদেরার। জকোভিচ এখন রাফায়েল নাদালের কাছাকাছি চলে এসেছেন। নাদাল এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন।