আর্জেন্টিনার কাবাডি দল এখন ঢাকায়

Looks like you've blocked notifications!
আর্জেন্টিনার কাবাডি দল। ছবি : আর্জেন্টিনার কাবাডি সংস্থা

তৃতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে খেলবে আর্জেন্টিনার জাতীয় কাবাডি দল। টুর্নামেন্টে অংশ নিতে আজ শুক্রবার (১০ মার্চ) বাংলাদেশে এসেছে লাতিন আমেরিকার দলটি।

আজ সকাল ৮টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে আর্জেন্টিনার জাতীয় কাবাডি দল। আর্জেন্টিনার পাশাপাশি আজ ঢাকায় আসছে চাইনিজ তাইপে। এরপর ধাপে ধাপে আসবে অন্য দলগুলো।

আগামী ১৩ মার্চ থেকে মাঠে গড়াবে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। টুর্নামেন্টের আগের দিন ১২ মার্চ ম্যানেজার্স মিটিংয়ে টুর্নামেন্টের গ্রুপিং, ফিকশ্চার ও ফরম্যাট চূড়ান্ত হবে।

২০২১ ও ২০২২ সালে প্রথম দুই আসরে ৮টি করে দেশ অংশ নিলেও এবার টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১২টি দেশ। দলগুলো হলো—আর্জেন্টিনা, শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, ইরাক, কেনিয়া, ইংল্যান্ড, পোল্যান্ড ও স্বাগতিক বাংলাদেশ। এবার নতুন করে অংশ নিচ্ছে চাইনিজ তাইপে, থাইল্যান্ড ও আর্জেন্টিনা।