আর্জেন্টিনার ভক্তরাই সেরা : স্কালোনি

Looks like you've blocked notifications!
লিওনেল মেসির সঙ্গে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ছবি : রয়টার্স

ফুটবল আকাশ এখন আক্ষরিক অর্থেই নীল। তবে, বেদনার নীল রং পরিণত হয়েছে উৎসবের রঙে। কৃতিত্বটা আর্জেন্টিনার। আর বদলে যাওয়া আর্জেন্টিনার কারিগর কোচ লিওনেল স্কালোনি। অদৃশ্য এক জাদুর কাঠির ছোঁয়ায় লিওনেল মেসি-অ্যাঞ্জেল ডি মারিয়াদের পুরো বদলে দিয়েছেন তিনি। মেসিরাও এনে দিয়েছেন বিশ্বকাপ। গুরু-শিষ্যের ভালোবাসার মাঝে আরও এক পক্ষ আছে, তারা ভক্তকূল। যাদের সেরা হিসেবে আখ্যা দিয়ে আরও একবার আর্জেন্টিনা কোচ স্কালোনি বললেন, ‘আমাদের ভক্তরাই সেরা।’

গতকাল বুধবার (২৯ মার্চ) কুরাসাওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ শেষে আর্জেন্টাইন সংবাদপত্র মুন্ডো আলবিসেলেস্তের মুখোমুখি হয়ে এ কথা বলেন স্কালোনি। ভক্তদের নিয়ে স্কালোনি বলেন, ‘আর্জেন্টিনা ভক্তরা সবসময়ই বিশেষ ছিল। এখন তারা সবার সেরা। আমরা যেখানেই খেলতে যাই, ওরা আমাদের সবসময় সমর্থন করে।’

বিশ্বকাপ জয়ের পর প্রথমবার খেলতে নেমেছে আর্জেন্টিনা। প্রিয় দলের প্রিয় তারকাদের বিশ্বজয়ীর বেশে মাঠে দেখতে পারাটাই আসল বিষয় ভক্তদের কাছে। কিন্তু কোচের ব্যাপার ভিন্ন। এমন পরিস্থিতিতে‌ও স্কালোনি বলছেন, ‘আমরা আমাদের ভুলগুলো নিয়ে কাজ করছি। ৩৩ সদস্যের দারুণ একটা দল আছে আমাদের। সেখান থেকে তাদের বেছে নিতে একটা পদ্ধতি সাজাতে হবে আমাদের।’

দেশের মানুষের সঙ্গে বিশ্বকাপ ভাগাভাগি করে নিতে দুটো প্রীতি ম্যাচ আয়োজন করে আর্জেন্টিনা। সেই দুই ম্যাচে ভক্ত-সমর্থকদের প্রত্যাশার চেয়ে বেশি উন্মাদনা মুগ্ধ করেছে স্কালোনিকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘যেভাবে ওরা আমাদের বরণ করে নিয়েছে সত্যিই চমৎকার। আমাদের হিরোদের দেখতে আসা সকলকে ধন্যবাদ জানাই। এই সপ্তাহটা খুব আবেগঘন ছিল। দর্শকরা যেভাবে মাঠে নেচে-গেয়ে উল্লাস করেছে এবং মাঠে খেলোয়াড়রা যেভাবে আবেগি হয়ে পড়েছিল, আমার মনে হয় জীবনের অন্যতম সেরা মুহূর্ত এটি।’