আয়ারল্যান্ডকে হারিয়ে যুক্তরাষ্ট্রের চমক

Looks like you've blocked notifications!
যুক্তরাষ্ট্র দারুণ জয় পেয়েছে। ছবি : সংগৃহীত

আয়ারল্যান্ড অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। টেস্ট ক্রিকেটও খেলে তারা। সেই দলকে টি-টোয়েন্টি ম্যাচে হারিয়ে দিয়েছে ক্রিকেটে নবীন দেশ যুক্তরাষ্ট্র।

টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসি তালিকায় ৩০ নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। তারাই কি না টেস্ট খেলুড়ে কোনো দলকে হারিয়ে চমক দেখিয়েছে। আয়ারল্যান্ডকে ২৬ রানে হারিয়েছে যুক্তরাষ্ট্র।

গত এপ্রিলে নেদারল্যান্ডের বিরুদ্ধে আইসিসি র‌্যাঙ্কিং-এ ৩২ নম্বরে থাকা মালয়েশিয়া একটি ম্যাচ টাই করেছিল। আর এবার যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ডকে হারিয়েই দিল।

টসে জিতে প্রথমে ব্যাট নিয়েছিল যুক্তরাষ্ট্র। তারা ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান করেছিল। সুশান্ত মোদানি (৫০) এবং গজানন্দ সিং (৬৫) অর্ধশতরান করে করেন। এ ছাড়াও সাতে নেমে মার্টিকেন ১৫ বলে অপরাজিত ৩৯ রান করেছিলেন।

জবাবে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬২ রান করে আয়ারল্যান্ড। ২৬ রানে ম্যাচ জিতে যায় যুক্তরাষ্ট্র। টেস্টে খেলুড়ে কোনো দলের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেই জয়ের স্বাদ পেল তারা।