ইংলিশ ক্লাবের কোচের পদ ছাড়লেন ওয়েন রুনি

Looks like you've blocked notifications!
সাবেক ইংলিশ তারকা ওয়েন রুনি। ছবি : সংগৃহীত

সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ড তারকা ওয়েন রুনি ডার্বি কাউন্টির কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ইংল্যান্ডের তৃতীয় বিভাগের ক্লাবটি এরই মধ্যে খবরটি প্রকাশ করেছে।

এএফপির খবরে জানা গেছে, ১৭ মাস ক্লাবটির কোচের দায়িত্বে ছিলেন রুনি। এর আগে ২০২১ সালের জানুয়ারিতে ডার্বি কাউন্টির কোচের পদে যোগ দেন তিনি।

ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে,  ‘ওয়েন রুনি আজ ডার্বি কাউন্টি ফুটবল ক্লাবকে জানিয়েছেন যে, তিনি দলের ম্যানেজারের দায়িত্ব থেকে অব্যাহতি পেতে চান।’

ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের সর্বকালের সেরা গোলদাতাদের একজন রুনি। সাবেক ইংল্যান্ড অধিনায়ক ডার্বিতে  কাজের জন্য ব্যাপক প্রশংসা পেয়েছেন।

দায়িত্ব ছেড়ে রুনি বলেন, ‘আমি প্রশাসকদের সঙ্গে দেখা করে আমার সিদ্ধান্ত তাদের জানাই যে, আমার ক্লাব ছাড়ার সময় হয়েছে। তারা আমার সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু আমার মন চাচ্ছে না বলেই এই সিদ্ধান্ত নিয়েছি।’

মার্কিন ব্যবসায়ী ক্রিস কির্চনার ক্লাবটি কেনার প্রস্তাব প্রত্যাহার করলে ডার্বির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।