ইংল্যান্ডের বাজে হার, জার্মানির গোল-উৎসব

Looks like you've blocked notifications!
ইংল্যান্ড ও হাঙ্গেরিরর লড়াই। ছবি : সংগৃহীত

উয়েফা নেশন্স লিগে একই দিনে হেরেছে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। ইতালিকে ৫-২ গোলে বিধ্বস্ত করেছে জার্মানি। আর ইংল্যান্ডকে চার গোলে হারিয়েছে হাঙ্গেরি।

আজ বুধবার বরুশিয়া-পার্কে জার্মানি গোল উৎসব করে। দলটির জয়ে দুটি গোল করেন টিমো ভেরনার। আর একটি করে গোল করেন জসুয়া কিমিখ, ইলকাই গিনদোয়ান ও টমাস মুলার। 

ইতালির পক্ষে দুটি গোল করেন ভিলফ্রিদ ইয়োন্তো ও আলেস্সান্দ্রো বাস্তোনি।

দারুণ জয়ে নেশন্স লিগের ফাইনালে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখল জার্মানি। চার ম্যাচে এক জয় ও তিন ড্রয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে উঠেছে তারা। ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে ইতালি।

দিনের আরেক ম্যাচে বড় চমক দেখিয়েছে হাঙ্গেরি। ইংল্যান্ডকে তাদেরই মাঠে ৪-০ গোলে হারিয়েছে তারা।

ওয়ানডারার্সের মলিনিউ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এই হার ইংল্যান্ডের জন্য হতাশার। ১৯২৮ সালের পর ঘরের মাঠে এত বড় ব্যবধানে হেরেছে তারা। এখন পর্যন্ত আসরে জয়শূন্য থাকল ইংলিশরা।

ম্যাচে হাঙ্গেরির পক্ষে চার গোলের মধ্যে রোলান্দ সালাই দুটি, সল্ট নাগি এবং ড্যানিয়েল গাজডেক একটি করে গোল করেন।

এই জয়ের সুবাদে চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে রয়েছে হাঙ্গেরি। ২ পয়েন্ট নিয়ে তলানিতে আছে ইংল্যান্ড।