ইংল্যান্ড কোচের দায়িত্ব ঝুঁকির বললেন ম্যাককালাম

Looks like you've blocked notifications!
ইংল্যান্ড টেস্ট দলের নতুন কোচ ব্রেন্ডন ম্যাককালাম। ছবি : সংগৃহীত

সম্প্রতি ইংল্যান্ড টেস্ট দলের কোচের দায়িত্ব পেয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। সাবেক কিউই এই ক্রিকেটার স্বীকার করেছেন, ইংল্যান্ডের কোচের দায়িত্ব বড় ঝুঁকির।  তবে তিনি আশাবাদী দলকে সাফল্য এনে দিতে।

আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের কোচের দায়িত্ব থেকে সরে এই মাসের শুরুতে ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব নেন ম্যাককালাম। ২০১৬ সালে টেস্ট থেকে অবসর নেওয়ার পর নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক আন্তর্জাতিক পর্য়ায়ে প্রথম কোচিং শুরু করবেন।

আজ শুক্রবার স্কাই স্পোর্টসকে ম্যাককালাম বলেন, ‘আমি মনে করি না এটি কঠিন কাজ। আমি মনে করি সময়মতো দল ঘুরে দাঁড়াবে। আমি যা অর্জন করেছি, তাতে আমি আত্মবিশ্বাসী, ভবিষ্যতে দলকে সাফল্য এনে দিতে পারব। অবশ্য এখানকার কাজের সঙ্গে মানিয়ে নিতে আমার কিছুটা সময় লাগবে। ছেলেদেরও আমার সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগতে পারে। দায়িত্বটা ঝুঁকির হলেও আমি আশাবাদী।’

নতুন ইংলিশ কোচ আরও বলেন, ‘স্টোকস অধিনায়ক হিসাবে খুবই ভালো। একজন সত্যিকারের ক্যাপ্টেন সে। আমার কাজ হবে তাদের এমন গতিতে বাড়তে দেওয়া, যা তারা আগে পারেনি।’

ইসিবি সম্প্রতি অ্যান্ড্রু স্ট্রসের অধীনে শক্তিশালী পর্যালোচনা কমিটি করেছে। যার লক্ষ্য আগামী পাঁচ বছরের মধ্যে সব ফরম্যাটে বিশ্বের সেরা দল হয়ে ওঠার লক্ষ্য নিয়ে যাওয়া।

এ ব্যাপারে ম্যাককালাম বলেন, ‘ইংলিশ ক্রিকেটে অনেক প্রতিভা আছে। এমন কিছু ছেলে আছে যারা সম্ভবত কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে,  কেউ আছে এখনও নিজেকে তুলে ধরতে পারেনি। আপনি যখন বিশ্বমানের কিছু খেলোয়াড়কে যুক্ত করতে পারবেন, তখন দলটি দারুণ হয়ে উঠবে।’