বিশ্বকাপ ফুটবল

ইকুয়েডরকে বাদ দিতে ক্রীড়া আদালতে চিলি ও পেরু

Looks like you've blocked notifications!

ইকুয়েডরকে বিশ্বকাপ থেকে বাদ দিতে সর্বোচ্চ ক্রীড়া আদালতে আবেদন করেছে চিলি ও পেরু। অবশ্য সেপ্টেম্বরের শুরুতে এই বিষয়ে ইকুয়েডরের পক্ষে রায় দিয়েছিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-ফিফা।

আগামী ২০ নভেম্বর দোহায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারের মুখোমুখি হবে ইকুয়েডর।

ক্রীড়া আদালত বিবৃতিতে জানায়, ‘চিলি ও পেরুর আবেদনের রায় ১০ নভেম্বরের মধ্যে ঘোষণা হবে।’

ইকুয়েডরের ডিফেন্ডার কাস্তিলো  বাছাইপর্বে আটটি ম্যাচ খেলেছেন। এর মধ্যে চিলির বিপক্ষে দুটি ম্যাচও রয়েছে। ইকুয়েডর এক ম্যাচে জয় এবং একটিতে ড্র করে। পেরুর বিপক্ষে ইকুয়েডরের কোনো ম্যাচে তিনি ছিলেন না।

চিলি ফুটবল ফেডারেশন (এফএফসিএইচ) জানিয়েছে,  অনেক প্রমাণ রয়েছে যে মেক্সিকোতে লিওনের হয়ে খেলা ক্যাস্টিলোর জন্ম ১৯৯৫ সালের জুলাই মাসে কলম্বিয়াতে।

এফএফসিএইচ অভিযোগ করেছে ‘ভুয়া’ জন্ম সনদ ব্যবহার করেছেন তিনি। মিথ্যা ঘোষণা এবং মিথ্যা জাতীয়তা জানিয়েছেন তিনি।

ইকুয়েডর দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে চতুর্থ হয়ে মূল পর্বে উঠে।

‘এ’ গ্রুপে তারা কাতার, নেদারল্যান্ডস ও সেনেগালের বিপক্ষে খেলবে।

দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে পেরু পঞ্চম হয়। অস্ট্রেলিয়ার কাছে প্লে অফে হেরেছে তারা। চিলি সপ্তম হয়।