ইডেন গার্ডেন্সের নামে মেয়ের নাম রেখে চমকে দিলেন ব্র্যাথওয়েট

Looks like you've blocked notifications!
মেয়ের ছবি দিয়ে নাম জানালেন ব্র্যাথওয়েট। ছবি : সংগৃহীত

২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের উত্তেজনা সবাইকে ছুঁয়ে গিয়েছিল। কলকাতার ইডেন গার্ডেন্সে রুদ্ধশ্বাস লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ উঁচিয়ে ধরে ওয়েস্ট ইন্ডিজ। ফাইনালের ভাগ্য নির্ধারণের মূল নায়ক ছিলেন কার্লোস ব্র্যাথওয়েট। সেদিন চার ছক্কা হাঁকিয়ে দেশকে চ্যাম্পিয়ন করেছিলেন ব্র্যাথওয়েট।

জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ তখন বলেছিলেন, ‘রিমেম্বার দ্য নেম, কার্লোস ব্র্যাথওয়েট’। এ বাক্যটিও জনপ্রিয় হয়ে উঠেছিল। সেইসঙ্গে ক্রিকেট ভক্তদের মন কাড়েন ব্র্যাথওয়েট। যে ইডেন গার্ডেন্সে বিশ্বকাপ জয়ের নায়ক হয়েছিলেন ব্র্যাথওয়েট, সে মাঠের নামেই এবার মেয়ের নাম রেখেছেন ক্যারিবীয় তারকা। 

৬ ফেব্রুয়ারি প্রথম সন্তানের বাবা হয়েছেন ক্যারিবীয় অলরাউন্ডার। নতুন অতিথির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি। সঙ্গে জানিয়েছেন মেয়ের নাম। মেয়ের নাম জানিয়ে অনেকটা চমকেই দিলেন ব্র্যাথওয়েট।

ইনস্টাগ্রামে মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে ব্র্যাথওয়েট লেখেন, ‘নামটা মনে রাখবেন। ইডেন রোজ ব্র্যাথওয়েট।’

ক্যারিবীয় তারকা আরো লিখেছেন, ‘বাবা তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি তোমাকে মন দিয়ে ভালোবাসবেন।’

সেইসঙ্গে স্ত্রীর প্রশংসা করে ব্র্যাথওয়েট লিখেছেন, ‘তুমি একজন শক্তিশালী এবং খুব সুন্দর স্ত্রী। এবং আমি জানি তুমি একজন সেরা মা হবে। আমি তোমাদের দুজনকেই খুব ভালোবাসি।’